• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চেঙ্গী নদীতে ডুবে ভাইরোনসহ ৩ শিশুর মৃত্যু


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ০৩:৩৬ পিএম
চেঙ্গী নদীতে ডুবে ভাইরোনসহ ৩ শিশুর মৃত্যু

খাগড়াছড়ির পানছড়ির চেঙ্গী নদীতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে পানছড়ি উপজেলার কলেজ গেট এলাকার চেঙ্গী নদীতে এ ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছে পানছড়ির ছোট ধনপাড়ার দুই বছর বয়সী পিবির চাকমা ও তার বোন ১২ বছর বয়সী প্রজ্ঞা চাকমা এবং একই এলাকার ১২ বছর বয়সী ঝরঝরি চাকমা।

স্থানীয়রা জানান, দুপুরে চেঙ্গী নদীর ড্যামে পড়ে যায় পিবির চাকমা। তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুজন পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হচ্ছে। মরদেহগুলো ইতোমধ্যেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!